পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে নাফিজ সরাফাতের পদত্যাগ

Passenger Voice    |    ০১:০৩ পিএম, ২০২৪-০২-০১


পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে নাফিজ সরাফাতের পদত্যাগ

পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত পদত্যাগ করেছেন। আজ বুধবার (৩১ জানুয়ারি) তিনি ‘ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন। পদত্যাগপত্র বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক ও পদ্মা ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চেয়ারম্যান পদ ছাড়লেও নাফিজ সরাফাত পদ্মা ব্যাংকের পর্ষদে থাকছেন কিনা— সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে ব্যাংকটির দায়িত্বশীল একটি সূত্র জানায়, নাফিজ সরাফাত ব্যাংকটির পরিচালক পদেও থাকছেন না।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক জানান, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। ব্যাংকটির পরিচালনা পর্ষদ তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। নতুন কেউ দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম পদ্মা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান জানান, ‘ব্যাংকের চেয়ারম্যান বেশ কিছুদিন ধরেই অসুস্থ। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে একটি বড় ধরনের সার্জারিও করে এসেছেন। অসুস্থতার কারণেই তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।’


প্যা/ভ/ম